গরু মরে আছে পরে বিরান মাঠের কোণে
গেরস্তীরা মেতে আছে কার-বালারই রণে
কার গরু যে মারলো কে তা বুঝা বড় দায়
সবে যেন ছুটা ষাঁড়টি একে আরেকে ধায়
না শুনিছে মাতুব্বরের,নাহি মানে শান্তনা
মাথা ফাটিয়েই ক্ষান্ত হবে এহাই সমঝোতা
কতক্ষণ আর সইবে লোকে ধৈর্য্য কি আর হয়
শালা কতেক মরে-মরুক বলে প্রস্থান লয়
অতঃপর এলো এলাহী বিচার ঈষাণ কোণের ঝড়ে
ঝগড়া কি আর চলে বল ঘরই তো নড়েচড়ে

ঐ দিকে,
মাটিস্থ হইল না আর গরুর দেহখানা
এমন ঝড়ে বাহির হওয়া জীবের তরে মানা
তবুও,
পাঁজর মাঝে সাহস পুরে নীল আসমানের সমান
সেথায় শকুন-চিলের আনাগোনা হাঁকছে যদিও  তুফান