ডর
ফয়েজ আহমেদ রাজু
খেয়া ঘাটের তরণী কই?
কেই তো নেই নায়,
আকাশে ও মেঘ ধরিছে,
কি হইবে উপায়?
পুস্তকাদি আমার সাথে,
এইতো আমার ডর।
আড়াল করে দাঁড়াব কোথাও,
আশেপাশে নেই ঘর।
একে একে মেলা মানুষ,
হচ্ছে জমায়েত।
শোরগোলেতে ঘাট বনিছে,
যেন রণ ক্ষেত!
এই পাড়েতে মাঝির বাড়ি,
এক গেরামের পর।
ডাকতে যাবে কে তাহারে?
হাঁকছে এথায় ঝড়!
সবার মাঝে চিন্তা ভীষণ,
একে আরেকে সুধায়?
এত্ত মানুষ কেউ জানে না,
নৌকা কেমনে বায়!