ফয়েজ আহমেদ রাজু
ছন্দ হীন
আমি তোমার পথের ঘাসফুল
তুমি অন্ধ পথিক সে পথের
আমি তোমায় দেখে মুচকি হাসি
তোমার অনুভূতি ফ্যাকাসে
আমি জল তরঙ্গে বাধি সুর
তুমি হারিয়ে থাকো অতলে
আমি ডাঙ্গায় এসে খুঁজি
তুমি লুকিয়ে থাকো পাতালে
আমার ছন্দহীন ভাবনাগুলো
তোমার ছাচে গড়া
আমার বাকহীন অনুভূতিগুলো
বেজায় মুখ পোড়া
আমার ভাল্লাগেনা স্নিগ্ধ সকাল
মুগ্ধ করা হাসি
শিশির ভেজা রৌদ্দুরেতে
উষ্ণ মাখামাখি
আমার স্বপ্নগুলো উলে বোনা
শীতের হাতছানি
হলদে রোদে গাইতে থাকা
কেকার কানাকানি।।।।