বহিঃপ্রকাশ
ফয়েজ আহমেদ রাজু

একদল উদ্যমী শ্রোতা আছে অপেক্ষায়
শুনতে যে এক উদ্যমী কবির কবিতা
সারা জগৎ জুড়ে কবি আসবে কখন?

শ্রোতাদের মনে পাখি পাখা ঝাপটায়
প্রচণ্ড বাতাসের বেগ তুলে,
ঘূর্ণিঝড়ের দুর্বার পবন হয়েছে আবদ্ধ
মস্তিষ্কের বদ্ধ কারাগারে,
তারা চায় কবিতা, চায় এর বহিঃপ্রকাশ।

তারাতো নতুন পথের সন্ধানী এক তরুণদল
তারা সত্য খুঁজে উপাড়িয়া শত বাঁধা-বিপত্তি, শৃঙ্খল।

তারা দুর্বার তাদের মনের উত্তেজনা যেন
করছে শত্রুদের হুশিয়ার
তারা আছে এ উত্তেজনা নিয়ে
তাদের মনের দুর্বার পবনে বাঁধ ঠেকিয়ে
হিংস্রতার দুয়ার বন্ধ করে অপেক্ষার দ্বার খুলে
আছে অধীর আগ্রহে!
কখন আসবে কবি?