বেপরোয়া রথী
ফয়েজ আহমেদ রাজু
এসেছি ধরায় ক্ষণিক যাপনে
বিজয়ী হতে দোষ কি তায়
যদি না আটকে ধর্ম বারণে
করি না তাই যা এ মন চায়
চকোর সে জানে জোছনা পিয়াস
মিটিবিনা তার জীবন কালে
চাতকের ও তেমনি বৃষ্টি বিলাস
না ফুরাইবে তা আষাঢ় বাণে
তবে কেন আমি হিসাব কষিয়া
হাঁসি ফুটাই মোর কোমল ঠোঁটে
নিজের ভেতর নিজেরে মারিয়া
চলেছি জীবন বয়ে মৃতের শহরে
না হয় হলাম বেপরোয়া রথী
না ধরিয়া দ্বার পাছে কথার
নাহি মানিলাম ঠুনকো নীতি
যা করিছে সব বিবেক অসার