বাজনা
ফয়েজ আহমেদ রাজু
বজ্র কোথায় বর্ষিছে আজ ঘূর্ণি কোথায় ঘুরছে রে?
বাঁধন ছিড়ে ছুটবো চল সেই তেপান্তরের দুর্বারে।
স্রোতস্বীর ঐ স্রোত উতলায় ভাসাবো তরী চলিবি কে আয়?
বৈরী আকাশে ঐ সে খেচর আকুল সুরে ডাক দিয়ে যায়।
আসমানের ঐ সীমানা ভেদিয়া কান্নার রোল শূণ্যে মিলায়,
কান পেতে শোন অট্টহাসি হাবিয়ার ঐ প্রহরী শালায়।
পাল টানিয়া ধরবো সবে যুগান্তরের শেষ ঠিকানায়,
আকাশ পাতাল মর্ত্য জুড়ে অদৃশ্য শোন বাজনা বাজায়।