আরাধ্য জননী
ফয়েজ আহমেদ রাজু
যে মালা গাঁথিলে,কুড়ানো বকুলে
মমতায় অশ্রু দান,
প্রতিটি প্রাতে সে মালা কণ্ঠে
অর্চনায় অবিরাম
যে হাঁসি ফুঁটাইলে,হিয়া গভীর তলে
অনুরাগের অনুদান
তারই সাধনায়,যদি এ প্রাণ যায়
দেব না হয় প্রতিদান
হে দেশমাতৃকা,
আমি আজও ভুলি নাই নরপিশাচদের লোলুপ দৃষ্টিপাত
তোমার আঁচলের ঘ্রাণ নিবে বলে তাদের তীব্র তৃষিত নাক
কি করে ভুলি মাতা-ভগিনীর লাঞ্চনার অভিমান
আমার ভাইয়ের ক্ষয়ে যাওয়া শরীর নদী জলে ভাসমান
ভুলি নাই জেনো ৭-ই মার্চের সেই রেসকোর্সের জয়ধ্বনি
ভুলি নাই আজও ২৬-শে মার্চের আকাঙ্ক্ষার মধু বাণী
ভুলি নাই সেই রক্ত শ্রাবণ,বিধ্বংসী কুৎসিত সে প্লাবন
পারে নাই যাহা ভাঙ্গিতে মোদের ত্যাগ-তিতিক্ষার সাধন
তোমায় লভিবার তরে কত তপস্যা,কত নির্ঘুম রাতের গান
তুমিই যে আমার আরাধ্য জননী,তুমিই আমার সম্মান