আমিত্ব
ফয়েজ আহমেদ রাজু

এ কেমন আমি যে ভুলেই গেছি প্রতিবাদ কারে কয়
এ কেমন আমি যে শিখে নিয়েছি অন্যায় সইতে হয়
এ কেমন সমাজ যার ওজর দিয়ে আমি আমিতেই আটকে থাকি
তবে সমাজ আমায় সৃজিল নাকি সমাজ গড়েছি আমি
কেন মানিয়া বাঁচবো সকল নীতি যা গড়িয়া চলেছে  বিকল জাতি
কেন অযোগ্য বসিলেও নেতার আসনে তার তরে রচি খ্যাতির বাণী
কেন ভাবছি আমি অসহায় আমায় সামর্থ্য হীন তুচ্ছ প্রাণ
ভুলেছি কি তবে,
যুগে যুগে এই আমিত্বের বলে জেগে ওঠেছে কত প্রলয় বাণ

ভাবো তো বন্ধু,
বিন্দু বিন্দু জল জমিয়া সৃজন হইলো ঐ মহাসাগর
এই আমারে ছাড়া কি করে গড়িবে বিপ্লবীরা শুদ্ধ নগর