আমি তোমায় লিখবো
ফয়েজ আহমেদ রাজু
আমি তোমায় লিখবো
যদি শিশিরের ফোঁটা হয়ে হলদে রোদে জমে থাকো আমার উঠানে
আমি তোমায় লিখবো
যদি উঁকি দিয়ে যাও হেমন্তের ধানের ভেজা গন্ধে রোজ ভোরে
যদি তুমি শরতের অপেক্ষায় থাকো সাদা মেঘ দেখবে বলে
আমি তোমায় লিখবো
যদি জোছনা রাতের দীঘির জলের ঝিরি বাতাসে দোল খাওয়া শাপলা হও
যদি তুমি পূর্ণিমার আলোয় নির্ঘুম বসে থাকতে পারো
গভীর রাতে আমার পাশে
যদি কদমের হলুদ সাদায় সাজাতে পারো আমার ঘর
যদি বর্ষার বৃষ্টিতে ভিজতে ভিজতে বৃষ্টির জল মিশানো আমার চায়ের কাপে চুমুক দাও
আমি শুধু তোমাকেই লিখবো
যদি তুমি সাহস যোগাতে পারো কাকতাড়ুয়ার ভয়ে পলাতক পাখিটির অন্তরে
যদি ঈশানের মেঘের কালো আঁধারে ভয় না পেয়ে
মাঝির জন্য অপেক্ষা করো
যদি তুমি মশাল হাতে নিশীথ রাতে পথিকের তরে রাত্রি জাগো
আমি তোমাকে লিখবো
যদি কচুরি ফুলের কোমল পাপড়ির জমে থাকা বিন্দু জল হও
তবুও আমি তোমাকেই লিখবো
যদি তুমি পরিত্যক্ত কোন ভবনের মিটিমিটি জ্বলা একটি বাতি হও
যদি তুমি আমার চোখের ভালোবাসার উত্তাপ সয়ে চেয়ে থাকতে পারো অপলক
আমি তবেই তোমায় লিখবো।