আমার অসুখ করেছে
ফয়েজ আহমেদ রাজু
আমার কি যেন এক অসুখ করেছে
আমার আকাঙ্ক্ষা থেকে আত্মকেন্দ্রিকতা হারিয়ে গেছে
বিলাসিতা আর প্রয়োজনবোধে পার্থক্য করতে পারছি না
তবে, আমি শুনতে পারি গাছেদের আলাপ
চড়ুই,বাবুইয়ের গান আমার কানে বাজে
আকাশের বিশালতায় আমি অবাক হই প্রচন্ড
শিমুলের গন্ধে আমার নেশা ধরে,খুবই প্রখর
নিশীথের ঝিরি হাওয়ায়,গন্ধরাজের ঘ্রাণে
পাতা ও বৃষ্টির গোপন প্রেমে
আমি মোহগ্রস্ত,ভীষণ মোহগ্রস্ত
মেঘলা দিনের সূর্যের লুকোচুরি আর ধমকা বাতাসে
আমায় ঘিরে প্রকৃতির আবেদন
আমার প্রাণ প্রণয় সিক্ত করে
আমার অনুরাগের ঘোরতর ঘুম ভেঙ্গে দেয়
আমার অসুখ করেছে,
পৃথিবীটাকে প্রচন্ড ভালোবাসার অসুখ
আমার বেঁচে থাকার অসুখ করেছে
কিন্তু কি জানো
আমার না মরতে ইচ্ছা হয়
না না, বিলীন হতে নয়
মৃত্যুর নির্মল সৌন্দর্য্য উপভোগ করতে
আঁধারের ঘনত্বে আলোর অভাব বুঝতে
একাকিত্বের অসহায়ত্ব বুঝতে
আমার অসুখ করেছে ভয়ানক অসুখ