আমার মৃত্যু
ফয়েজ আহমেদ রাজু
এ কেমন মৃত্যু আমার
আমার অন্তেষ্টিক্রিয়া আরম্ভ হয়েছে বহু আগে
আঠারো বছর বয়সে
এক যন্ত্রণার মৃত্যু
একটু একটু করে মরেছি আমি
দেহটা নিথর,ঠান্ডা হয়ে আছে
আমার পিউপিল দুটো আলোক পিয়াসী
সৌর করে ভ্রু কুঞ্চিত হয়
তপ্ত রোদে শীতল স্পর্শের অভাব বোধ হয়
অধর কাঁপছে,হাঁসতে চাই
কিন্তু আমি যে মৃত
শিশিরের ফোঁটায় জোনাকির বিচ্ছিন্ন আলোর বিন্যাস
শব্দহীন স্লোগানে সুদর্শনের স্বর্ণাভ মিছিল
ঝিরি বাতাসে বাঁশঝাড়ের কর্কশ স্বর
গোধূলিতে মুগ্ধ চোখে আকাশ দেখা
জোছনায় নিজের ছায়ার অনুসরণ
হঠাৎ কাব্যিক দৃষ্টিভঙ্গি
সব কিছুই অনুভূত হচ্ছে বেশ
ক্ষানিক বাদেই
ধীরে ধীরে পায়ের বৃদ্ধাঙ্গুল হয়ে ভয় ছড়িয়ে পরছে
আলতো গতিতে, কি শীতল!
প্রাণতো আমার নিশ্চলা,হৃদকম্প স্তব্ধ
তবে কেন এমন বোধ হচ্ছে
সবকিছুই গতিশীল কেবল আমি নিথর
অন্তেষ্টিক্রিয়া ও শেষ হলো
কবরের আঁধার ও একাকিত্ব আমায় গ্রাস করছে
ঠিক তখনই দেখি
মানবসভ্যতা আমার পাশে দাঁড়িয়ে কবরে