আকাঙ্ক্ষার মৃত্যু
ফয়েজ আহমেদ রাজু
খুঁজিয়া চলেছি সকলে তোমারে
কোথায় লুকাইলে তুমি
লোক হইতে লোকান্তরে,দিক হইতে দিগন্তরে
তোমারে খুঁজিয়া ফিরি
তোমারি তরে অপেক্ষা করি,জন্ম হইতে মৃত্যু অবধি
হইলো যারা সাধু সন্ন্যাসী
তাদেরই বাসস্থান, হইলো গোরস্থান
তুমি হে সর্বনাশী
তারাই সদা প্রাণপণ,দিয়া নিজেদের বিসর্জন
কেবলই বন্দনা করেছে তোমার
আজ টানিয়া দীর্ঘশ্বাস,পড়ি সেই ইতিহাস
তবুও মোহ যে কাঁটে না সবার
হে সফলতা,তোমার কত রূপ বলো,
ধরা কি দেবে কভু আর?
শুধু এতটুকু জানি,তোমায় চেনা হবে নাহি,
যদি মৃত্যু না হয় আকাঙ্ক্ষার।