আমার চোখের শিখরে কতো জনার সুখ দেখেছিলাম,
রিক্সাওয়ালার বিনীত আবদারের অর্ধেক দিয়েও মুখে একটা তৃপ্তির হাসি, সবজি দোকানে দরকষাকষির পরেও দু টাকা কম পেয়ে না দেখেছি কোন আক্ষেপ ;
অথচ আমার করুন হৃদয়ে ততোদিনে কতো ক্ষোভ ঘনীভূত হয়ে গেছে,
নিজেকে একটা পাখি না হওয়ার মতো অবান্তর চিন্তা মগজটাকে কি যেনো তেথলে দিচ্ছে ক্রমাগত,
কখনও বা গেরুয়া বর্ণের মাটি,গরু, হাস..
শুধু একটা ব্যর্থ  মানুষ হয়ে বেঁচে থাকার চরম আশঙ্কা আমাকে পেয়ে বসেছে,
আমার নির্গত দীর্ঘশ্বাসে মিশে থাকা আক্ষেপ ভেসে যায় হাওয়ায়।