এই বিশাল মৃত্যুর মতন ঘুম ভেঙ্গে যায় আসমানের মতো আয়না হয়ে
নীলকণ্ঠী জীবন বিষ শুষে নিয়ে যায় পেখম তুলে
হঠাৎ ভেঙ্গে যাওয়া ঘুম পুনঃজন্মের সুখ দেয়
এই জননী মাটি মা-পৃথিবী মূর্ছা যায় আমার জন্মের সুখে
এই মার্বেলের পৃথিবী স্বচ্ছ কাঁচের মতন রঙ্গিন হয়ে ঘুরে ঘুরে লাঠিম খেলে
হঠাৎ করে কাটা পড়া ঘুড়ির মতন আমরা উড়ছি দিগ্বিদিক একটা নাটাইয়ের খোঁজে, মালিকের খোঁজে,এই বেওয়ারিশ জীবন ।
হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে অন্ধকারের বুকের মায়ায় বুঝি দর্শনশাস্ত্রের জন্ম হয় !! ...
০১/০৭/১৮

(জীবন খসড়া)