আমার তারুণ্যকে কাজে লাগাও, নইলে দেশ খাবো . . .
আমাকে কাজে লাগাও নইলে এই নাব্য দেশ হবে মরুভূমি ।
আমার তারুণ্যকে কাজে লাগাও বলছি,নইলে সব খাবো সব ...
এখনো বলছি আমার তারুণ্যকে কাজে লাগাও
নইলে খেয়ে দিবো রাজস্ব
খেয়ে দিবো তোমার নীতি কাব্য
আমাকে কাজে লাগাও নইলে
মুখোশ পোড়াবো রাস্তার মোড়ে মোড়ে ...
তোমার মুখোশ আমার মুখোশ
আমাকে কাজে লাগাও নইলে প্রেম হবে অভিশপ্ত
আশাহত হবে মায়ের স্বপ্ন
প্রেমিকার ঠোঁটে গজাবে বিষ দাঁত
আমাকে কাজে লাগাও নইলে সেই বিষে বিষাক্ত হয়ে
খেয়ে যাবো সবই
তোমাকে-আমাকে-সবাইকেই
এমনকি তোমার সুইসব্যাংক আর গদি
(জীবন খসড়া)
২৭/০৬/২০
সকল বেকার যুবকদের জন্য উৎসর্গিত