ছলনা করতে পারে না যেই জন
যন্ত্রণার আগুনে সবসময় পুড়বে তাঁরই মন
সর্ষের ঝাঁঝ তো ঝাঁঝই নয়,
আয়নায় রূপ দেখা তো শিল্পীর কাজই নয়
জীবনের সীমানায় এসে হৃদয়ে ছাপ রেখে গেছে
যাওয়ারই যখন ছিল, তাহলে কেন সে এসেছে!
রিক্ত মনে স্বচ্ছতার খোঁজে
হৃদয়ের আঙিনায় যেন আসর বসে, বিরহের সাজে
নদীর বুকে আজ পদ্ম ফুটেছে
কিন্তু প্রচন্ড সূর্যের তাপে যে কষ্ট পেয়েছে,
এর মর্ম- কোথায় লেখা আছে!
দুঃখের কথা বলাও যায় না
মানসিক শান্তির খোঁজ পাওয়া যায় না
বিধাতা জানে সবই, তাহলে সংসারে সুখ- কেন দেয় না!