প্রতিটা কথায় দেওয়া যায় যুক্তি
এভাবেই সৃষ্টি হয় নতুন নতুন উক্তি
কিন্তু কি করবে সেই মন, যেখানে আছে পরম ভালোবাসায় ভরা ভক্তি!
জীবনের অর্থের শেষ নেই
শুরু হলেই তো শান্তির রেশ নেই;
সকল পরীক্ষার ফলাফল পাওয়া যায়
কিন্তু জীবনের সমীক্ষায়, কি- তা আর জানা যায়!
মোহময় বাঁশির সুরে হারিয়ে যেতে মন চাইবে-
তবুও কি, মনের আশা মিটবে?
জীবনে চলার পথ- 'দুর্গম তো হবেই'
তাহলে ধৈর্য্য ধারণ করো- কোথাও না কোথাও সুখ পাবেই!
দায়িত্ব পালনের ক্ষেত্রে অসীম নমুনা-
যেন হারিয়ে না যায় সুখের মোহনা।