এতো বেশি চঞ্চলতা
যেন নেই একটুও স্থিরতা
তোমার কামনায়
আমার গতিময় হৃদয়ের ভাবনায়
সাঁঝের বেলায় তুমি রূপবতী
বিভাবরীতে তুমি- "রমনী মায়াবতী"
দেখেও বারবার- তোমাকে দেখতে চাওয়ার, মন করে সমীক্ষা-
আর কতো তোমার জন্য করতে হবে অপেক্ষা!
প্রেম তো হলো এক অনুভূতি
একে অপরকে পাওয়ার জন্য আকুতি
হৃদয়ের কোণে জাদু- মন্ত্রের ছলে-
কখনো কি দুই মন- "এক হয়ে মিলে"?
ভ্রমণের বুদ্ধি, মিলনের তৃপ্তি, জীবনের স্বাদ-
তৈরি করে, প্রেমের জন্য এক সুখের প্রাসাদ।