দূরত্ব বেড়ে যাচ্ছে
চোখে চোখে কথা, আপসে নীরবতা বিরাজ করছে
নাড়ির টান নয় যে টানবেই-
মায়ার বন্ধন, সবকিছুতে তো হার মানবেই।
উল্লাস- উন্মাদনা নয়, মনের ব্যাকুলতা-
আসক্তি এমন! যে ভালবাসলে মনকে মারবেই!
কষ্ট হবে, সময় কাটাতে হবে, জীবনের এ সফরে
প্রফুল্লতার খোঁজে, স্বল্প হলেও- শান্তি তো খুঁজতেই হবে!