দেবে কি তুমি সব!
পাবে তুমি যেসব-
ভরপুর তুমি জ্ঞানের লীলায়
দাও না দিয়ে তা দীক্ষায়
আছে তোমার সক্রিয় শক্তি
অথচ আছি আমি পুরোপুরি রিক্তি,
এগুলো ভেবে না করি মন পাষাণ
হয়ে যাবে সব মুশকিল আসান
করি নিজেই কষ্ট- মেহনত
না হয়ে হিংসার বসীভূত অনত,
না পড়ে কোনো লোভে
করিবো সব কাজই সুলভে
বেঁধে নেবো এক দড়ি
পার করিবো তা থোড়ি থোড়ি
না হয়ে চঞ্চল অতো
চলিবো কচ্ছপের মতো;
করিবো না দুর্নীতি
মেনে নেব সব নীতি
মস্তিষ্কে থাকবে কাজ
মনে থাকবে কাজের সাজ
কষ্ট সাধ্য সব করে
অবশেষে পৌঁছাবো সাফল্যের শিঁকড়ে।
থাকবো না আর অসয়
বানিয়ে নিজের পরিচয়
চেষ্টা করবো করিবার সেসব
যা পারেনি করতে অন্যসব
মারবো এক বড় বাজি
সরিয়ে এসব ভীরের রাজি
দেখবে সবাই স্বপ্ন
করে নেবে সবই অপ্ন
থাকবে না কোনো দুরাশা
থাকবে সবার আশা
হবে সবাই স্বাধীন
থাকবে না কেউ পরাধীন
দেখবে সবাই সুধার আলো
থাকবে না কেউ ক্ষুধায় কালো
থাকবে না মনে কোনো বিকার
হয়ে যাবে সবকিছু পরিষ্কার
করবো সবার সন্ধি
থাকবে না কেউ বন্দি।