সত্য, আমি হলাম সত্য!
তুমি সত্য; তাহলে এতে এতটা গর্ব করার কি আছে
কি আছে এতো গর্ব করার
বলছি; শুনো-
আমি হলাম সেই দ্বীপ
জ্বালাই শুধু আলোর প্রদীপ
যে প্রদীপে জ্বলে সত্যের আগুন 🔥
নেই মিথ্যের কোনো ছাই- গুণ
যেথায় যাই দেখাই প্রকাশ
নেই কোনো সন্দেহের অবকাশ
ঘুরে বেড়াই যেথায় সেথায়
প্রায়শই নেই কোনো বন্ধু-
নেই কোনো সখা;
তাই আমি হলাম একা।
কিন্তু বিরাজ করবো এ পৃথিবীর বুকে চিরকাল
না থাকলেও কোনো সম্মান।
যে বলবে বন্ধু আমায়
পাবে সে পুরস্কার,
যে বলবে শত্রু আমায়
পাবে সে তিরস্কার।
যদি জড়িয়ে ধরো বুকে
তাহলেই পাবে জান্নাত
নাহলে পাবে জাহান্নাম।
আমি হলাম সেই মহাজাগরণ
যাকে তুমি পারবে না হারাতে
তাই তো আমি বলি-
আঁকড়ে ধরো আমাকে।
হবে তুমি সর্বদাই অজয় ও বিজয়ী।