জানো, স্বপ্নকে মরে যেতে দেখেছি-
যন্ত্রণা দেওয়ার এ পৃথিবীতে- "সুখের চিত্র এঁকেছি",
তবুও কেন সুখ পাই না, এমন কি করেছি!

মরিচায় ভরা হৃদয়ে- ফুল কি ফুটতে পারে?
অভাবের এ জগতে-
মানুষ কিভাবে শান্তি পেতে পারে?
ক্ষুধার নিবারণ তো প্রায়ই হয়ে যায়-
কিন্তু মনের জ্বালা মেটানোর জন্য কি করা যায়!
দশ দিকের আর সাত আসমানের দোহায়
সূর্য, চন্দ্র ও তারকারাজি হবে সাক্ষী, আল্লাহ হবে
সহায়
কেউ যেন না হয়, এতো অসহায়;
ব্যধিগ্ৰস্থ মনে- কখনো সাধ মিটে না,
যতই পেয়ে যাক, কখনো মন ভরে না।
মনের তৃপ্তির জন্য সাধনাময় অপেক্ষা
তখনই পূরণ হয় মনোশান্তির সমীক্ষা।