মনের মধ্যে এঁকেছি চিত্র তোমার
কত বিচিত্র ভালোবাসা আমার
যে,না থাকলে সামনে তুমি
হয়ে যাই অস্থির আমি।
তখন তোমায় দেখি মনে মনে
যেন আছো তুমি আমার হৃদয়ের মাঝখানে,
তুমিই আমার সবসময়ের চাওয়া,
তোমাকে মনে করি জীবনের সবচেয়ে বড় পাওয়া
তোমাকে দেখেছি স্বপ্নের এক সকালে
পাবো কি তোমাকে রাতের মায়াবী কালে।
জানি মুশকিল হবে এটা,
কিন্তু দেখি ভাগ্যে লেখা আছে কোনটা
তবে যাই হোক,তুমিই আমার প্রিয়তমা ।