মুহূর্তের জন্য হলেও দৃষ্টির অগোচরে
ভাবতে থাকি; কখন পাবো তোমাকে,কোন প্রহরে
যদি সময় করে কোনো রকমের প্রহার
তাও দুঃখ নয়, সুখের যাত্রায় তুমি হবে আমার।
তোমার প্রতীক্ষায় "প্রেমের প্রহরী হয়ে আছি"
শুধু তোমাকে পাওয়ার কামনাই করছি।
তোমার- আমার "সার্থক মিলনের জন্য দিন গুনছি"।