বিবাহ হয়েছে তোমার বহুকাল আগে
চাই আমি তোমাকে, এখন- "জীবনের প্রতিটি ভাগে"
কেন আমার জম্মালো তোমার প্রতি ভালোবাসা
তুমি যে, অন্য কারো সংসারে বেঁধে থাকা এক নারী সহসা
নতুন প্রেমিক আমি তোমার
যদি করো প্রণয়- কিছু না,পাবে- 'পাপের পাহাড়'
পাপী হবে তুমি- মিলে এ পাপিষ্ঠের সাথে
তোমার জন্য নিষিদ্ধ আমি, পাবে না কোনো রাতে
কারণ, তুমি অন্যের আমানত
কিন্তু এখন তুমি যে আমার জীবনের একমাত্র জামানত
স্বামী তোমার অতিশয় অশ্লীল
তাহলে আমরা কি সাবলীল!
শরীরে তোমার আছে ক্ষতের চিহ্ন, জানি আমি -
দেখেছি গ্ৰীবায় তোমার, যে প্রতিদান দিয়েছে
স্বামী;
তোমার মনেও জম্মেছে আমার জন্য ভালোবাসা
তবুও দায়িত্ব পালনে যে, তুমি বড়ই খাসা
তাইতো জানি না, কিভাবে পূরণ হবে আমাদের মিলনের বাসনা
আমি যে কাছে থেকেও অদূরে থাকা "এক প্রবাসী আনমনা"।
তোমার আমার সম্পর্কটাকে বলি যদি পবিত্র
তাহলে জানো- কি বলবে সমাজ,এটা অতিশয় অপবিত্র
সমাজের জন্য করি না কোনো ভাবনার সমীক্ষা
ভেবেছি যে, তোমার জন্য করবো আজীবন হলেও অপেক্ষা
শুধু তোমাকেই লাগবে
এ ভালোবাসার ফল যাই হোক,দেখা যাবে;
বয়সে বড় তুমি, আছে বিরাট তফাত
সমাজ এতেও বুনবে তর্কের তাঁত
হয়তো আছে আমাদের রাশিতে মিলনের রেখা
আশা করি, একদিন হলেও হও তুমি,"এ ইউসুফের জোলেখা"।