অভিন্ন এক আশা
আছে আমার মনে লুকিয়ে;
কত কেউ না করে, কত লালসা-
মনের একাগ্ৰতাকে ঝাঁপিয়ে।
সুবর্ণ এক স্বপ্নের ব্যাখ্যায়
তৈরি হয়েছে এক অন্তরায়
জীবনে নেই কোনো সুন্দরীর অপেক্ষা
শুধু করছি শান্তির জন্য নিরীক্ষা;
তোমাকে পেলেই সব স্বাদ মিটে যাবে
বড়ই কাঁটা ভরা পথ, তবুও দেখি সামনে কি হবে?
যৌবন তো বড়ো তৃপ্তিকর-
কিন্তু কখন মিলবে এ রসের স্বাদ, জানে না,- এ অন্তর।
আমাকে ভালবাসতে সময় লাগছে অনেক
কারণ, তোমাকে এবার ধোঁকা দিচ্ছে তোমার বিবেক।
চোখ দেখে কি বুঝতে পারো না মনের কথা?
নাকি মনে করো, পাবে আবারো ধোঁকায় ভরা ব্যথা-
তাহলে শুনে রেখো পিয়া, আমাদের মিলনের রেখা,
স্বয়ং বিধাতাই লিখেছে এর ব্যাখ্যা।