ঐতিহ্যকে কেন ইতিহাস বানাতে চাও?
কেন কলমের কালিকে মুছে দিতে চাও-
অস্ত্রকে কেন যে হাতিয়ার বানাতে চাও!
পারলে কখনো এসো এ ঠিকানাতে_
যেখানে মুগ্ধ হাতে করে পানির বোতল নিয়ে মুগ্ধতা দেখাচ্ছে
আবার মৃত্যুর সাথে খেলা করতে করতেই শহীদ হয়ে যাচ্ছে;
যেখানে আবার কলমের কালি আর জ্ঞানের মূল্য পেতে
"আবু সাঈদ নির্ভয়ে"- বারংবার ব্যথিত হয়েও পিছু পা হয়নি-
এগিয়ে গেছে, শহীদের বেশে দূরান্তে কোথাও হারিয়ে গেছে;
রক্তে মাখানো লেবাসে, কত যে শহীদ হয়ে চলে গেছে
জানো না তুমি, স্বপ্নে নয় এটা বাস্তবেই হয়েছে,
দেখে যাও এসে এ ঠিকানাতে!