তুমি কিভাবে হবে আমার প্রেরণা?
তোমাকে রাখবো কোথায়, বলো- না!
বুকের মাঝে থাকতে পারো,
কিন্তু আছে অনেক যানজট আরো।
তাও করে নেবো তোমাকে আমার,
আমিও হবো শুধু তোমার।
তোমাকে পেতে চাই প্রতিদিন-
তবুও পাবো কি মাত্র একদিন!
তোমাকে দেখতে চাই সারাক্ষণ
কাছে থেকেও পারিনা দেখতে কিছুক্ষণ
মনের ইচ্ছা মনেই থাকবে
আমার একটি কথা কি রাখবে,
দোয়া করো যেন, আমি হয়ে যাই তোমার
নয়তো সমস্যা নেই, মনে মনেই শেষ হবো এবার।