মন চায়, মন চায়
কি চায় মন?
বলবো, কি চায় মন
হ্যাঁ, বলো না। ঠিক আছে, বলছি।
শুনো তাহলে- ইচ্ছে যা করি তাই
বলি, দেখি, করি যাই
কেউ বলে এটা করো
কেউ বলে সেটা করো
কিন্তু মন বলে মনের করো
তাই শুধু করবো মনের,
যা সঠিক তাই
মন দিয়ে করবো কাজ,
যা ভালো তাই।
করবো নাকো খারাপ কাজ
দেখব ঝেঁকে মনে আজ
কি বলছে মন
যদি করতে বলে কুকর্ম
বলবো আমি করবো তাই, যা হবে ইচ্ছে।
কিন্তু করবো নাকো এই কাজ
কারণ, তুমি হলে মনের কল্পনার অসদিচ্ছে ।
তাই আমি বলি,
আমি হলাম মনের দাস
করবো শুধু মনের কাজ।