তাঁকে নিয়ে দেখা স্বপ্নের কথাও তাকে বলা হয় না
চব্বিশের কাঁটায় একটি কাঁটাও তাঁকে দেওয়া যায় না!
বাস্তবে তো সে ধরা-ছোঁয়ার বাইরেই থাকে-
মিলনের আশা কেন শুধুমাত্র স্বপ্নেই বাসা বাঁধে!
জিজ্ঞেস করো তাকে, শূন্যতায় বিষণ্ণ চিত্তে
যে সুখ মরে, স্বাচ্ছন্দ্য যায় হারিয়ে!
কষ্ট কেন তখন নাট্যমঞ্চে যায়, অভিনেতার বেশে!

অতিভাষীর অন্তরও যখন নির্বাক হয়ে যায়
বিরহের আসল যন্ত্রণা তখনই অনুভব করা যায়;
মন তো ধোঁকা দিতেই পারে
আবেগই স্বান্তনায় শান্তি, ক্ষুধায় আহার হতে পারে
শোচনা মনকে নয়, মনের আবেগকে নাড়া দিলেই
ভালোবাসা সকল যন্ত্রণাকে পেরোলেই
সার্থকতার চিত্র তুলে ধরে
এই সার্থকতার মায়াজালে, শান্তির এক সকালে,
কখন পাবো তাঁকে! আবেগের চেতনার ভাঁজে,
ভালোবাসা প্রতিনিয়তই কি নত হবে?
কখন তাঁকে দু'প্রহরের জন্য হলেও, কাঁটা দেওয়া যাবে-
মৃত্যু শয্যার পরে তো সবই ছুটে যাবে।