জীবন্ত এক আবাসে-
পাখির ঘুম আসে না, মনে হয়, আছে কারাবাসে;
অস্থিরতা আছে ভরা- জীবনের প্রতিটি নিঃশ্বাসে।
তেলরঙে আঁকা ছবিতে জলের ছড়াছড়ি
মুছে যাবে কি অস্তিত্বের ছায়া, এক দীঘি পানিতে
ভরাডুবি।
কোমল চাঁদের আলোতে সুখের তারা
প্রহরী সবসময়ই দেবে পাহারা
মনে হয়, এ যেন মণি-মুক্তোর অজস্র ধারা
কিন্তু না, বরফও যেন গলে হয়ে যায় পানি
সুন্দরী- এ তো তোমার জাদুকরী হাতের হাতছানি;
নিঝুম রজনীতে আত্মার শুদ্ধিতে
বলছি, কেউ নেই তোমার সমতুল্য এ পৃথিবীতে।