স্বপ্নের এ শহরে-
         দুঃসাহসিকতার খেলাতে
         জিতবে কি এই মন- ভাগ্যের অবহেলাতে?

বাহিরের চাকচিক্যের আড়ালে-
দেখে কি কেউ, মনের মধ্যে ঝেঁকে- তাঁর জন্য আকুতি হলে!
কে, কার, কখন, কবে হবে- এগুলো এখন থাক
আগে জানতে হবে, মনের অভিলাষা কি তাঁকেও করে অস্থির- অবাক?
বিবেকের ঝোঁপঝাড়ে- মানসিক শান্তির খোঁজে
হবে আবেগের পরিহাস, নিঃশ্বাসে কার জন্য অপেক্ষার পাহাড়;
কে সে? সুতোয় বাঁধা পাখি নাকি কন্ঠে মিথ্যের ঝংকার!