বর্ণ কি?
বর্ণ, অ আ ক খ - এটাই কি
না, এটাই শুধু বর্ণ নয়
বর্ণ হলো রঙ্গয়
মনুষ্য রঙ্গতি
কালো, সাদা ও শ্যামবর্ণ প্রভৃতি
সাদা-কালো শুধু বর্ণ মাত্র
তাহলে কেন হয়ে দাঁড়িয়েছে প্রশ্নমাত্র;
দেহের চামড়ার রং মাত্র
তাহলে কেন এতো ঢং মাত্র
পাঠিয়েছে বিধাতা করে সব
কেন করছি আমরা ভেদাভেদ এসব
দিয়েছে খোদা আকার-গড়ন-বর্ণ-
কেন করছি আমরা পার্থক্য অন্য
কে করেছে বর্ণের এ ভাগাভাগি
মিলনের পথে বাঁধা দিয়েছে আগাআগি
বাঁজিয়েছে সংঘর্ষ
হয়েছে অনেকে মূমুর্ষু;
দেখে এ অভিন্ন ডিগবাজি
কেঁপে উঠেছে এ ধরণীর সাজি
বর্ণের এ অবাক প্রশ্নে
মনে হয়, মূর্খতার এ জসনে
জাতিতে-জাতিতে বন্টিয়াছো আমাদিগকে
বণ্টাওনি মনুষ্য অধিকারকে
তাই অধিকারের বলেই থাকবো মোরা
পারবে না দমাতে ওরা
দেখে নেবো আজ
কে থামাবে মোদের সাজ
বাঁচবো মোরা সাজে
আগামীর সব কাজে।