কথায় কথায় অনেক কিছুই জানা যায়
তাহলে মানুষ কেন নতুন কিছু করতে চায়
কথায় থাকে বহু প্যাচের গুণাগুণ
রাজনীতিতে যেন জ্বলে তর্কের আগুন
একেক জনের একেক সংজ্ঞা
এভাবে অজান্তেই হতে থাকে কথার অর্থের অবজ্ঞা
যেখানে কেউ বলে ছেড়ে দিয়েছি
আবার কেউ কেউ বলে ছাড় দিয়েছি
অনেকে বলে ভালো আছি
কিছু সংখ্যক লোকে বলে, ভালোই আছি!
নতুনের আশায় পুরনোকে অবহেলা
এরূপ মানুষই করে,- উচ্চাভিলাষীতা নিয়ে খেলা,
সময় তো চলেই যাবে-
হারানো স্মৃতি কি আর ফিরে পাওয়া যাবে;
নিরীক্ষা চলছে সুস্থতার
আসলে শরীর নয়, দেখো বহু মনের মধ্যেই খুঁজে পাবে অসুস্থতা
কাছে থাকা লাবণ্যময়ী সুন্দরীকে দেখে
অতিশয় সুন্দরের আশায় না থেকে
নিজেকে নিয়ন্ত্রণ করো, না গিয়ে কুকর্মের পথে
সময়ের সাথে যদি বদলাতে চাও
সমস্যা নেই- পরিস্থিতি কি বলে, আগে মেপে নাও
যদি তুমি বলো- সব ভালো হবে
তখন আমি বলবো- আশা করি, সব ভালোই হবে।