অন্তরের অক্ষিতে আজ অশ্রু জমেছে
সুন্দর এ ধরণীতে "মন বারংবার ব্যথিত হয়েছে"-
মাটির মানুষ- তবুও কেন এতোটা স্বার্থপর-
মন পেলেও অপরকে বেছে নেয়, কাছে থেকেও- "চলে যায় ছেড়ে বহুদূর"।
সবুজের বুকে লাল
আসলে কি- এটাই লেখা আছে কপালে তাঁর;
আমারতো মনে হয়, অস্থির মনে ভ্রমিত সে-
এখন তাকে বুঝাবে কে!
বিশাল এ ধরণীতে
আপন স্বামীও চলে নোংরা পানিতে;
উপস্থিত বুদ্ধিতে সেরা
তবুও মনটা যার ভুলপথে করে নাড়াচাড়া
আসলে সে কষ্টের প্রতীকচিহ্ন, মনে যার ব্যথা ভরা
কিন্তু সেই আমার প্রিয়তমা
জীবনে আমার অন্তিমা।