জলন্ত আগুন আছে আমার হৃদয়ে,
জীবন্ত হারের সম্ভাব্য উজ্জ্বল উদাহরণ হয়ে-
বেঁচে থাকতে চাই না আমি,
কিন্তু মরবো কিভাবে প্রিয় যে তুমি।
সত্যের আয়না নয়, রসিকতা হতো
যদি জীবনে তোমার সাথে দেখা না হতো
জীবনটা আমার এক ধরনের খেলনা
হতো, ভাগ্যে লেখা কঠিন যন্ত্রণা
হতো, তোমার দেখা না পেলে নাকি
তোমার ঘ্রাণ না হতো, এটা আমি জানি না
জীবনে আমার কে হতো সেই প্রেরণা
তুমি না হলে আমি পথহারা পথিক হতাম,
নিশ্চুপ এক পাথর জীবন্ত মানুষ কি
করে হতো,আসল রূপে ভালোবাসার
ফুল কিভাবে ফুটতো যদি এখানে এবার
তোমার ঘ্রাণ না হতো,
সত্যিই এটা আমি জানি না-
জীবনে আমার কে হতো সেই প্রেরণা
তুমি না হলে আমি আসলেই পথহারা পথিক হতাম,আর-
আমার জীবনটা হতো প্রশ্নময়ী উত্তর দিক।