স্বপ্নকে আর কতো স্বাধীনতা দেবো?
বাস্তবকে আর কতটা অবহেলা করবো!
মনের অবক্ষয়ের পর, সৌন্দর্যতার ধাঁচে-
মানুষ তো মাটির, তবুও কিভাবে বাঁচে?
মৃত্তিকা দিয়ে মায়াবী নারীর অবয়ব তৈরি
হৃদয়ে বড় যন্ত্রণা- মনে হয়, আবহাওয়া রূপ নিয়েছে বৈরী।
কষ্টের ছাপ থেকেই যায়
সুখ তো ক্ষণিকের জন্য স্থায়িত্ব পায়
কে, কার হয়ে থাকবে-
ভাগ্যের খাতায় লেখা হয়েছে, পরে তা জানা যাবে।
রঙিন যৌবনের কঠিনতম পরীক্ষা
এ যেন সময়ের সাথে করা জীবনের এক সমীক্ষা;
সময়ই পারে পরিপক্বতা দান করতে
অভাবকে পূর্ণতা দিতে।
জীবনকে নতুন এক ধারায় পৌঁছাতে।
চিন্তা করো না- দোষ, গুণ যতই করবো
এক না একদিন তো অবশ্যই মরবো।
সেদিন অগ্নিশিখা নাকি অমৃত পাবো
ললাটলিখনে আছে সবই, দূরে কিভাবে যাবো!