শংকা আছে মনে
ভালোবাসা কি নেই জীবনে!
দ্বিতীয় চরণে কি করা হয়েছে- প্রশ্ন, নাকি ছিল আবেগ-
কে জানে, কি বলছে,- "কবির বিবেক"!
জীবনে ঘটে গেছে এক অঘটন
দুশ্চিন্তা কার বেশি! দুই জীবন, কিন্তু এক মন।

সুবিধাভোগী থাকে অনেকেই
কেউ কি জানে- কার মনে আছে কালো মেঘ?
স্বপ্ন, কল্পনার কথা এখন থাক
কিভাবে মুছতে পারবো, ব্যর্থতার এ দাক?
কবিতা লিখে বুঝানোর চেষ্টা করি- "মনে লুকানো কথা"
ব্যথিত আমিও, আরো ভেঙ্গে পরলে হবে কি কোনো লাভ?

মনের যন্ত্রণাতে, আবেগের খেলাতে,
থাকতে চাই না আর- "ভাগ্যের অবহেলাতে"।
তবুও থাকতে হবে, ভাগ্যের লেখা প্রতিটা বেলাতে।