চলে গেল সেই অদৃশ্যের মুখ
আর চলে এলো এক আগন্তুক
চলো গাহি গান এ আগন্তুকের
করে নিই হিসাব এ অংকের
কেমন এর বেশভূষা!
কোমল শসা-
পানি কি মিঠা
রসের পিঠা,
নাকি চালের রুটি
সাত চারার গুটি,
আকাশ কি মেঘলা
আকাশই শ্যা-মলা,
গাছের ডালে বসে আছে অমনি
যোগাবে খাদ্য ফাঁক পাবে যেমনি
অলসতায় ভরা ঘুঘুর মন
কুহেলিতে ঢাকা এ সুন্দর বন।

শিশির ফোঁটা
রসুন কোটা-
খাবার জল
পানির ফল,
নবীন ঠোঁট ফাটা
এ সময়ের কাঁটা-
আল্লাহই মহীম
এ কীর্তিই অসীম।