আমার দেশ
এটা হলো আমার দেশ- বাংলাদেশ!
মিলনের এক অন্যান্য প্রতীক তুমি
তুমিই হলে সেই সকাল-সন্ধ্যার
অপরূপ রূপের মূল;
প্রকৃতির এক লীলাভূমি তুমি,
তুমিই হলে এই পৃথিবীর বুকে
এক টুকরো কোহিনুরের ছবি;
গ্ৰীষ্মের প্রচন্ড তাপের উত্তাপ তুমি
তুমিই হলে সেই তাপে উত্তাপিত ভূমির ধৈর্য্যের ফল;
বর্ষাকালে সেই বৃষ্টিভেজা কাঁচা সড়কের স্বর্ণ মাটিকণা তুমি
তুমিই হলে বর্ষার সেই অমৃত ফলের নতুন স্বাদ;
ঋতুর রানি শরতের সেই শান্ত স্বভাব তুমি
তুমিই হলে হেমন্তের সেই নবান্ন উৎসবে আনন্দের জোয়ার;
শীতকালে সূর্যের একফোঁটা কিরণের আঙ্ক্ষাখা তুমি
তুমিই হলে শীতকালে সেই শিশির ভেজা রাতের অভিন্ন স্মৃতি;
ঋতুরাজ বসন্তের সেই রাজকীয়তার সাক্ষী তুমি
তুমিই হলে বসন্তি বাতাসের সেই চাঞ্চল্যকর রূপ;
দেশ, জন্মভূমি, মাতৃভূমি ও বসুন্ধরা তুমি
তুমিই হলে আকাশে- বাতাসে চারিদিকে প্রকৃতির
রূপের সেই ছলনাময় মায়া,
এ সবই তো বিধাতার দান
চেষ্টা করবো,এর প্রতিদান দেওয়ার।