দর্শন- দর্শন, করবে মহাদর্শন
যাবে কি তুমি আমার সঙ্গে এ দর্শনে!
চলবে তুমি যেথায় সেথায় বেড়িয়ে
যাবে না কোনো পথ আর এড়িয়ে;
এতে করে খুলবে যে জ্ঞানের স্রোত
পারবে তুমি করতে, "সব কসরত"।
হয়ে যাবে তুমি বুদ্ধিতে বলবান
থাকবে না কোনো শংকা ও অপমান।
দেশে- দশে, দর্শনে জোটাবে সংযোগ
অন্তরালে করবে জয় এই জগ
পাবে না তুমি কোনো প্রাচুর্য-সম্পদ,
তবুও হবে তুমি ধনের লীলাবদ
দর্শন জ্ঞান লাভ করবে যেই জন
অতঃপরে পথের দিশারী সেই জন।
কবিতা বিষয়ক জরুরী পাঠ: 'পারবে তুমি করতে সব কসরত' চরণটি দ্বারা বোঝানো হয়েছে, যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায়ও সক্ষম হবে।
'অন্তরালে করবে জয় এই জগ' চরণটি দ্বারা বোঝানো হয়েছে, আড়ালে থেকে পৃথিবীতে নিজের আলাদা এক পরিচয় তৈরি করা, অর্থাৎ সাফল্যের শিকড়ে পৌঁছাতে পারবে।
'পাবে না তুমি কোনো প্রাচুর্য-সম্পদ'
'তবুও হবে তুমি ধনের লীলাবদ' চরণ দুটি দ্বারা বোঝানো হয়েছে, ভ্রমণ করলে জ্ঞান বৃদ্ধি পায় এবং সেই জ্ঞানই তোমার কাছে ও সাথে থাকা একমাত্র এমন সম্পদ যা তোমাকে সম্মান দিতে পারে,যে সম্মান এবং মর্যাদা কোটি টাকার চেয়েও দামি।