বসুন্ধরা আমি-
আবর্জনার ধাম আমি
হায়! হায়! মোরে বাঁচা রে- তোরা
জন্মে মোর আঁচলে, দিয়ে যা ঋণ তোরা
করে দে মোর তনেরে সাফ,
দিয়ে যা মোরে মাফ।
বিলাসী-ভোগে থাকবি তোরা
ভুলে মোর ঋণের ছোঁড়া,
দিলাম তোদের বিধাতার দোহায়-
করে দে মোর তনেরে সাফ, হায়! হায়!
করে দে মোরে উজ্জ্বল আলো
নয়তো হয়ে যাব আমি গভীর কালো,
আদার মতন পিষে মোর বাণী
করিস না তোরা অন্ধের হাতছানি-
তোরা দিয়ে যা তনের হাসি
নয়তো দিয়ে দে মোর গলায় ফাঁসি,
বারংবার করছি নিবেদন
মেনে নে মোর আবেদন-
ছেড়ে যাশ না মরে অধুরি
নয়তো সন্তানেরা থাকতেও পড়ে নেবো হাতে খড়ি।
করলে আমার সাথে ছলনা
হয়ে যাবি তুই শুধুই কল্পনা,
করে দে মোর তনেরে সাফ
ছেড়ে দে এই অশান্তির হাঁফ,
মনে রাখিস আমার নাম
আমি হলাম তোর ধাম।
যদি হয় কথার খেলাপ
থাকবে না তোদের কোন ছাপ,
হয়ে যাব জ্বলে পুড়ে ছারখার
কিন্তু সাথে নিয়ে যাব তোকেও এবার।
কবিতাটিতে মাতৃভূমি মিনতি করছে তাকে পরিচ্ছন্ন রাখার জন্য,সে বারবার বলছে যে সে,এই আবর্জনার স্তূপে থাকতে চায় না,প্রশান্তির নিশ্বাস নিতে চায় সে,তাই সে তার সন্তানদের অর্থাৎ দেশের মানুষের কাছে বারংবার মিনতি করছে যাতে তাকে পরিচ্ছন্ন রাখা হয়। তাহলে সে এবং তার সন্তানেরা অর্থাৎ দেশের মানুষেরা শান্তিতে থাকতে পারবে।