জাতি আছে আছে ধর্ম
ভেদাভেদ কি মোদের কর্ম
শুনেছি এথায় বহু মর্ম
এখন প্রশ্ন কি, চর্ম!
আমি তো জানি শুধু তারই বাণী
তাহলে কি শুধু আমিই জ্ঞানী
না, সত্যই চিরস্থায়ী
আমি তো নগণ্য প্রায়ী
সত্যই হলো প্রকাশ
মিথ্যা হলো অবকাশ
আছে যেথায় সত্যের ছবি
দেখে নিই তাঁরই আরবী
এ সৃষ্টি যার আইন তাঁর
সাহস কার বানাবে আর
বর্ণ নিয়ে গবেষণা
যেই করবে, এসো- না
রং তো আছে এথা অনেক
কেউ কি জানে কোনটা নেক
তবে সাদা- কলোই তো মূল
আজকে মূল্য যার বহুল
সাদাই তার দ্বিগুণ
তাই কালো কি র্নিগুণ
বর্ণ বিভেদ করেছে যারা
মূর্খতার রূপচিহ্ন তারা
বাজিয়েছে সংঘর্ষ দেশে
বিদেশে পাবে কি ওরা শেষে
অর্থহীন এ বাস্তবতায়
বিবেকের অসভ্যতায়
করেছে কত বিপ্লব
অপরিপূর্ণ যেসব
অশান্তির ছায়াতলে
ভাগ হবে দলে- দলে
কালো- সাদার এই পার্থক্যে
উপনীত হবে কি বার্ধক্যে
তারা নিয়েছে- কি কোনো পণ!
রবে না এথায় কোনো জন,
ঘটিয়ে পণের অবসান
দেখিতে পাবে কোমল চাঁন
করো না বিনষ্ট এ ধরাকে
জড়িয়ে ধরো মহাসত্যকে।
মহাসত্য অর্থাৎ কুরআন শরীফের কথা বলা হয়েছে, কুরআন শরীফ পাঠ করলে এ বিষয়ে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করা সম্ভব হবে।