জল্পনা- কল্পনায়, পরীক্ষা- নিরীক্ষায়- পরিচর্যায়
"চোখের জল কি নদীর পানি" হওয়া থেকে থামানো যায়!
মাঝেমধ্যে আমি কিংকর্তব্যবিমূঢ়
আর তুমি হলে চেতনাবোধে ভরপুর,
তুমি আমার "অন্তরের চোখের নুর"
বিড়ম্বনায় যদি হই অকার্যকর আমি, হৃদয়ে কষ্ট তুমিই করো দূর
আমার মনের সীমানায় রাজত্ব করবে তুমি
প্রিয়সী, রূপরেখা নয়- মনের সৌন্দর্যতায় আমার প্রিয়তমা তুমি;
আমার মতন পাবে নাকো তুমি কোথাও
মনে করে নিও, আমার ছায়া সেটা- যদি তুমি খুঁজে পাও।
কালের বিবর্তনে, পরিবর্তন স্বাভাবিকভাবেই হবে,
সব বদলে যাবে, আমার ভালোবাসা এমনই থেকে যাবে।