পাখি কি পারবে, না উড়ে থাকতে?
মানুষ কি পারে, ভালোবাসা ছাড়া বাঁচতে!
ভালোবেসেছি আমিও
জানি, বুঝতে পেরেছো তুমিও
তোমার ভালবাসায় মগ্ন
কাঁটা ভরা পথ,অথচ পা আমার নগ্ন
জীবনের অধ্যায়ের সমাপ্তি প্রতি রমণীতে,
জন্মাবো আবার নতুন ভোরের ধমনীতে,
পাবো তোমাকে, এটাই হলো শেষ আশা
সবসময় থাকবো, মনে গড়ে তুলবো বাসা
আমার কাছে তুমি এক গুণবতী
আমাকে করেছো মুগ্ধ অতি
তোমার জন্য আমার ভালোবাসা
যেন এক লাল গোলাপের পাপড়ির
লাবণ্যময় দশা;
তুমি আমার জীবনের সেই প্রেরণা
যাকে পাওয়ার জন্য করতে পারি সব সাধনা।