সময়ের অভাবে,
নাকি মনুষ্য স্বভাবে-
মানুষ অস্তিত্বহারা হয় কিভাবে!
মূহুর্তের অবকাশে
জীবনে কত কিছুই না যায়- আসে;
এটা কি সবাই বুঝে?
কল্পনাতে, নাকি প্রেমের মাধুর্যে,
ভালোবাসাও মাঝেমধ্যে ভিন্নভাবে সাজে;
গহীন বনে আছে কি নিস্তব্ধতার অভাব
সবকিছুরই- সময় দেবে জবাব।
সভ্য ও পূণ্যের গণনায়
প্রেম কি মরে যায়!
ভালোবাসা কি অস্তিত্বহারা হয়ে যায়?
শৌখিন মানুষেরও প্রায়ই রুচির অভাব হয়
কেউ কি জানে- এটাই তো সবচেয়ে বড় ভয়।
প্রিয় জিনিস প্রিয় হয়েই থাকবে-
প্রিয়তমা তুমি কখন- শুধু আমারই হবে!
মঙ্গলময় নাকি ভয়ঙ্কর হবে শমন
অবশেষে এটাই তো জীবনের অন্যতম সত্যাঙ্গন।