জীবনে করা সকল প্রার্থনা-দোয়ায়
তুমি যেন হয়ে থাকো আমার
এ হৃদয়ে নাম লেখিয়েছি তোমার,
প্রতি মূহুর্তে মনের এক কোণে তোমার অনুভূতি
করে তোলে অস্থির আমার মনের গতি,
যখন তুমি সরে যাও দূরে
জানো- কি করি আমি? এরপরে,
প্রতিদিন রাতে আমি মরে যাই
পুনরায়, সকালে তোমার জন্য নতুন করে জন্মাই
পাবে তুমি আমার প্রতিটি ছোঁয়ার পরশ
মনে মনে দেখবে স্বপ্ন, পাবে আমার প্রেমের রস।