ধনুক কি নির্ণয় করে তীরের নিশানা
মায়াবী অক্ষিতে কাজল, নেই সৌন্দর্যের কোনো ঠিকানা;
অবিরাম দেখেও যাকে দৃশ্যতার শেষ নেই-
তাঁকে পেলে পাবো সুখ, কিন্তু অপেক্ষার কাঁটায় যে স্থিরতা নেই;
অবিশ্বাস্য সুন্দর আমার মনের রানি
মনে সবসময় থাকবে সে, এটা শুধু আমিই জানি!
"যন্ত্রণার উপেক্ষা"- মায়াতে আটকে গেলে কেন যে করতেই হয়
চরম সুখের আশায়- যে প্রতিদিন মরতেই হয়!
সাগরের বিশাল ঢেউয়ে নাকি চন্দ্রের মনমাতানো কোমল আলোতে
যেখানেই যাই না কেন ওই রূপসীকে বলি- এখানে না আসতে,
তবুও এসেই পরে, 'একান্তে' কোনো সময় কি নাই?
মনের কল্পনাতে সর্বদা, তাঁর ঘ্রাণের অনুভূতিই যে পাই;
বিরামহীন! থামা যায় না এমন কিছু-
সাথে সে থাকলে যেন অপূর্ব সবকিছু!