তুমি আমার ভালোবাসা
বারংবার বলিবো, আমি ভালবাসি শুধু তোমাকেই
তুমি আমার মরণের পথে অন্তরায়
তাইতো বেঁচে আছি তোমারই ছায়ায়
অপেক্ষা করছি আমি, হলে তুমি সাধনা আমার
ধৈর্য্য ধারণ করে আছি, কারণ তুমিই একমাত্র প্রেরণা আমার
শুরুতে কবিতা লিখেছি মায়ের স্মৃতি মনে ধারণ
করে
শেষের কবিতা রচাইবো, প্রিয়তমা- "তোমারই হাত ধরে"
তুমি কিভাবে হবে আমার ?
এ প্রশ্ন করার- রুচি হারিয়ে যাচ্ছে এবার;
তোমাকে পেতে হবে, জানি শুধু এটাই
কষ্ট- সাধ্য- সাধনা একসূত্রে থাকবে গাঁথা
তখনই হতে পারবে! তুমি আমার প্রিয়তমা।