তোমার ভালোবাসা- আমার নয়ন জ্যোতি বলে,
আছে তোমাকে দেখতে চাওয়ার আশা।
চোখে আছে আমার,আলো-
তোমাকেই তো দেখবো? না কি, বলো!
তোমাকে দেখতে চাই,
কিছুক্ষণ আড়ালেও, 'যদি তোমার দর্শন না পাই'
এ দৃষ্টি আমার, কি বৃথা যাবে না?
তোমার ভালোবাসায় পাগল আমি,
রাগ প্রচন্ড মনে কিন্তু "তোমার আমি",
ভুল করেছি কষ্ট দিয়ে তোমার মনে
কিন্তু কি করবো, তোমাকে ভালোবাসি-
তাই এমনই আমি।